News:

আসসালামু আলাইকুম,                       

আমাদের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে  স্বগতম । ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার একটি বিখ্যাত ও ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান ।১৯৪৭ সালে এলাকার স্বনামধন্য এবং ভারতীয় উপমহাদেশের হাতে গোনা ক’জন ডক্টরেট এর মধ্যে একজন জনাব ড. পি. কে. রায় এর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় ।

 

এখানে ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত  পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করা হয় । আমাদের বিদ্যালয়ে ২৩ টি শ্রেণি কক্ষ,  ০১ অফিস কক্ষ, ১ টি ক্যান্টিন ১ টি সুসজ্জিত প্রধান শিক্ষকের কার্যালয়  ও ১ টি শিক্ষক মিলনায়তন,  ১ টি বিজ্ঞানাগার, ১টি কম্পিউটার ল্যাব, ৩ টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, ১টি সুবিশাল অডিটোরিয়াম, ১ বিশাল পুকুর এবং রয়েছে ১ টি প্রশস্ত খেলার মাঠ । শিক্ষার্থীদের প্রয়োজন ও পছন্দমত বই, পত্র-পএিকা পড়াতে উৎসাহিত করতে রয়েছে একটি সমৃদ্ধ আধুনিক গ্রন্থাগার । যেখানে প্রতি শ্রেণীর জন্য সপ্তাহে একদিন গ্রন্থগারে  লেখাপড়া বাধ্যতামূলক ।

 

একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলা ফলের জন্য যে কয়েকটি বিষয় জরুরী তা হলো একটি দক্ষ ম্যানেজম্যান্ট, প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী, আন্তরিক ও সহযোগীতা মূলক মনোভাব এবং আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা । আর এসবের সমন্বয়ে গঠিত আমাদের প্রতিষ্ঠানটি । এই বিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষাদান কর্মীগন তাদের মেধা ও শ্রম দিয়ে শিক্ষার্থীদের অধ্যবসায়ী এবং পরবর্তী নেতৃত্ব প্রদানের উপযোগী করে গড়ে তোলেন। তার ফলসরূপ বিদ্যালয়টি ২০১৭ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। শুধু তাই নয় ২০১৮ এবং ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও নির্ব াচিত হয়েছিল এ প্রতিষ্ঠান থেকে। শিক্ষার্থীর নাম রিফাত জাহান বর্ষা।

প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বৃক্ষায়নে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।

ডিজিটাল ম্যানেজমেন্ট এর  মাধ্যমে শিক্ষার্থীর যাবতীয় তথ্য সংরক্ষন করা হয়ে থাকে । এস এম এস এর মাধ্যমে অভিভাবকগনকে সন্তানদের যাবতীয় তথ্য দেয়া হয় । সর্বোপরি সকল শিক্ষক এবং শিক্ষার্থী পর্যালোচনার জন্য সম্পূর্ন বিদ্যালয়টি সি সি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষন করা হচ্ছে । এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ভাবে সুসংগঠিত করার লক্ষ্যে পাঠ্যক্রম ভিক্তিক কর্মসূচীর পাশাপাশি প্রত্যেহ শরীরচর্চা করা হয় । এছাড়া বছরেরে শুরুতে  অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক মেধা বিকাশের প্রতিযোযোগিতা । প্রতিষ্ঠানটি  শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক, মানসিক ও নৈতিক উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রতিনিয়ত কাজ  করে যাচ্ছে । প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অর্জনের পথে সদা অগ্রসরমান ।